শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

খালিশপুরে গণঅধিকার পরিষদের কমিটি গঠন

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২ Time View

নিজস্ব প্রতিবেদক:

 

গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের আওতাধীন খালিশপুর থানা গণঅধিকার পরিষদের কমিটি ঘোষণা করা হয়, মহানগরের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারন সম্পাদক এসকে রাশেদ স্বাক্ষরিত।

কমিটিতে আহ্বায়ক হিসেবে জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস শেখ ও সদস্য সচিব আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সহ ১৮ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক জাহিদুল ইসলাম এর কাছে কমিটি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গণ অধিকার পরিষদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠন, তরুণ ছাত্রনেতা ভিপি নুরুল হক নুর ,রাশেদ খান, ফারুক হাসান , হাসান আল মামুনদের মত নেতারা এই গণ অধিকার পরিষদের স্তম্ভ, সমগ্র বাংলাদেশের মত খুলনা মহানগরের খালিশপুর থানার কমিটি হওয়ায় সকলের মাঝে উৎসাহ দেখা গিয়েছে, সকলেই মহানগরের সভাপতি সাধারন সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাশাপাশি মহানগরের অন্যান্য নেতৃবৃন্দদেরকেও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

স্বৈরাচার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য গণঅধিকার পরিষদের ভুমিকা অপরিসীম, যার পরিপ্রেক্ষিতেই ২৪ এর আন্দোলন সফলতা অর্জন করেছে, খালিশপুর থানা গণ অধিকার পরিষদে নেই কোন চাঁদাবাজ নেই কোন দখলবাজ নেই কোন সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের ঠাঁই, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের লক্ষ্যে দেশ গঠনে গণ অধিকার পরিষদ অঙ্গীকারবদ্ধ, আগামীতে গণ অধিকার পরিষদ খালিশপুর থানা কমিটি একটি বেকারমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত থানা হিসেবে গড়ে তুলতে সকলকে নিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102