
কলমে: মোঃ হাসিদ মোমিন
তুমি সেই কবিতা,
যা প্রতি দিন ভাবি কিন্তু লিখতে পারি না।
তুমি সেই ছবি..
যা কল্পনা করি কিন্তু আঁকতে পারি না।
তুমি আমার রঙিন স্বপ্ন,
যা দেখতে পারি কিন্তু বলতে পারি না ।
তুমি সেই অচিন পুরের রানী, যেখানে যেতে পারি না।
তুমি সেই সুগন্ধময় ফুল ,
যা চাইলেও গন্ধ নিতে পারি না।
তুমি সেই সমুদ্রের ঢেউ ,
যা ভাসতে পারি না।
তুমি সেই মেঘ আকাশের তারা,
যা দেখতে পারি না।
তুমি রাতে ঘুমানোর ওষুধ,
যা চাইলেও খেতে পারি না।
তুমি সেই আনন্দ দেওয়ার সুখ,
যা প্রতিদিন চাই কিন্তু তা কখনো-ই পাই না।