
মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার প্রদর্শনীর আয়োজন এবং তারুণ্যের উৎসব ২০২৫ কে সফল ও ফলপ্রসু করার নিমিত্তে পৃথক দুটি অনুষ্ঠান উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত দুটি প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ও দুটি অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ।
সভায় বিস্তারিত আলোচনার পর সরকারি নির্দেশনা মোতাবেক স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার, প্রদর্শনী যথাযোগ্য কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করার সিদ্ধান্ত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রযুক্তি নির্ভর বিভিন্ন স্টল অংশগ্রহণ করবে বলে জানানো হয়।
এরপর একই মঞ্চে “এসো দেশ বদলাই” পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ কে সফল ও ফলপ্রসু করার নিমিত্তে উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
” এসো দেশ বদলাই” পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের তরুণ জনগোষ্ঠীকে সর্বোচ্চ ভাবে কাজে লাগিয়ে একটি ঐক্যবদ্ধ সমৃদ্ধ টেকসই এবং উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলার লক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার অভিপ্রায়ে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তারুণ্য উৎসব উপলক্ষে নানান আলোচনা সমালোচনার পর ২২নভেম্বর বড়শী বাওয়া ও ২৭নভেম্বর ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত দুটি প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ,। সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শিল্পীরানী মুদক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নজিবুল্লাহ আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস রহমান, থানার প্রতিনিধি এস,আই জসিম উদ্দিন, সরকারি ডিগেন্দ্র বর্মন কলেজের সহ অধ্যাপক মোঃ নুরুল আমিন, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা জামাত নেতা সুলতান আহমদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রশেখর সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারন সম্পাদক সালেহ আহমদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, উপজেলা জমিয়ত নেতা মাওলানা আবুল কাশেম, জামাত নেতা হাফেজ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অজিত কুমার দাস, সহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।