
নিজস্ব প্রতিবেদক:
“এসো জ্যোতির্ময় সভ্যতার সন্ধানে ” শ্লোগানে মাটি – মা মণীন্দ্র- সাবিত্রী কল্যাণ ট্রাস্ট ও ধানফুল সাহিত্যিক গোষ্ঠী যৌথ প্রযোজনায় মাটি – মা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক সাহিত্য রসগ্রহণ সৃজন সমুজ্জ্বল অনুষ্ঠান ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, দিনব্যাপী, রংপুর কালিতলা, শলুয়া, খুলনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা। আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা নাগরিক নেতা আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু ও কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শাখাওয়াৎ হোসেন স্বপন।
সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্যে নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা’কে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সচিব দেশ আহমেদ রাজু, আল মামুন বাদল, শেখ এম জাহের ডাবলু, সরদার আব্দুল আজিজ, সেলিনা আক্তার ইরানী, রমেশ মল্লিক, বিমল মল্লিক, মোঃ আকরাম হোসেন মল্লিক প্রমূখ।