
কলমেঃ রূপা রানী সরকার
মাটির সোঁদা গন্ধ, সবুজ ঘেরা ঘাস,
এই আমার গাঁও, এ আমার আশপাশ।
আঁকাবাঁকা মেঠো পথে, হেঁটে চলি রোজ,
দু’ধারে ধানের খেত, মন করে খোঁজ।
ঐ দূর মাঠের প্রান্তে, রাখালের বাঁশি,
গরুর গাড়ির চাকা, ধুলো ওড়ে রাশি।
ছোট্ট নালা কুলুকুলু, বয়ে চলে ধীর,
সাঁঝের বেলায় ফেরে, ক্লান্ত চাষীর ভিড়।
নদী ঘাটে স্নানের বেলা, কলসি কাঁখে নারী,
সকাল-সন্ধ্যা চলে, কতশত সারি।
নদীর বুকে নৌকা চলে, পাল তুলে বায়,
পাড়ের ধারে বটবৃক্ষ, শীতল ছায়া দেয়।
কুঁড়ে ঘরের বারান্দাতে, গল্পের আসর,
সন্ধ্যার প্রদীপ জ্বলে, দূর হয় অবসর।
উঠোনেতে ধান শুকায়, সরল হাসি মুখে,
একটুকরো সুখ যেন, এ গাঁয়ের বুকে।
আলপথ ধরে হাঁটি, দেখি স্বপ্ন কত,
গ্রামের জীবনধারা, আজও অবিকৃত।
শস্যশ্যামল এই ভূমি, ভালোবাসার ঠাঁই,
এই মাটির গন্ধেই যেন, শান্তি খুঁজে পাই।