
মোঃ নুর ইসলাম মৃধা
আমরা খুব সহজেই ধরে নিই—যে পাশে আছে, সেও আমার। যে হাসছে, সেও আমার ভালো চায়। কিন্তু বাস্তবতা বড় কঠিন। জীবনের পথে আমরা প্রায়ই দেখেছি, সবসময়ই কাছের মানুষ আঘাত করে সবচেয়ে বেশি। কারণ শত্রু দূর থেকে আঘাত করে, আর বিশ্বাসঘাতক ঠিক আমাদের বুকের ভেতর ঢুকে ছুরিটি চালায়।
ইতিহাস বলে—নবাব সিরাজউদ্দৌলার সাম্রাজ্যে শত্রুরা বাহিরে ছিলো ঠিকই, কিন্তু তাঁর পতনের কারণ যে হয়েছিলো, সে ছিলো তাঁর একদম পাশেই—মীরজাফর! তাই তো বলা হয়, পাশে থাকা সবসময় আপন হওয়ার প্রমাণ নয়। কাছের মানুষই অনেক সময় সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে।
মানুষ কাছে আসে নানা কারণে—কেউ আসে ভালোবাসা নিয়ে, কেউ আসে স্বার্থ নিয়ে, কেউ আসে কৌশল নিয়ে। আমাদের ভুলটা হয় তখন, যখন আমরা সবাইকে একই চোখে দেখি। যাকে বুকের ভেতর জায়গা দিই, তাকে নিয়ে প্রশ্ন করতে সাহস পাই না। অথচ মন বুঝতে চোখের দূরত্ব লাগে না—চাই একটু সতর্কতা, সামান্য পর্যবেক্ষণ।
অনেকেই আপনার সফলতায় হাসি দিয়ে অভিনন্দন জানাবে, কিন্তু পেছনে লুকিয়ে থাকবে ঈর্ষার বিষ। অনেকে সামনে এসে বলবে—“আমি আছি তোমার সাথে”—কিন্তু ঠিক প্রয়োজনের মুহূর্তে আপনাকে একা ফেলে দেবে। আবার কোনো অপরিচিত, কোনো দিন আপনার পাশে না থেকেও হৃদয়ের সত্যিকারের জায়গা নিয়ে নেবে।
জীবনে তাই একটি বিষয় খুব জরুরি—
কে কাছে আছে? তার থেকেও জরুরি— কেন কাছে আছে?
সবাইকে বিশ্বাস করা দুর্বলতা নয়, কিন্তু নিজের হৃদয়ের দরজায় তালা না রাখা বোকামি। কারণ সিংহকে হত্যা করতে হলে শিকারি দূর থেকে তীর ছোড়ে না—প্রথমে সে সিংহের পাশে এসে তার বিশ্বাস জয় করে।
তাই আজ থেকে একটি শিক্ষা রাখুন—
যেন হৃদয়ের কাছাকাছি কেউ প্রবেশ করলে
আপনার আস্থা নয়, আপনার বুদ্ধিও পাশে দাঁড়ায়।
বন্ধু হতে পারে হাজারো,
কিন্তু আপন হয়ে ওঠে গুটিকয়!
চেনার ক্ষমতাই মানুষকে পতন থেকে রক্ষা করে,
আর ভুল চেনাই মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়।
জীবন খুব সংবেদনশীল,
আর বিশ্বাস—তার থেকেও বেশি সংবেদনশীল।
কাউকে পাশে পেলেই তাকে আপন ধরে নেবেন না।
কারণ নবাবের পাশেও তো মীরজাফর ছিলো…!
লেখক পরিচিতি:
মোঃ নুর ইসলাম মৃধা
(এম এ, এলএলবি, এলএইচএমপি)
গবেষক, সমাজবিশ্লেষক, কলামিস্ট, কবি ও আইনজীবী
পটুয়াখালী সদর, পটুয়াখালী।