
সানজিদা রুমা, নরসিংদী:
নরসিংদী অফিসে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক এ-র যৌথ অর্থায়নে বাস্তবায়িত ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “প্রত্যাশা – ২” প্রকল্পের আওতায় নারী অভিবাসী ফোরাম সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সফুরা বেগম। তিনি বলেন “আমরা যদি তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন ও টেকসই পুনঃএকত্রীকরন এর বিষয়গুলো পৌঁছে দিতে পারি তবেই এই ফোরাম গঠনের স্বার্থকতা নিশ্চিত হবে”। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুসমিতা সুলতানা,তথ্য ও প্রচার সম্পাদক সানজিদা আক্তার রুমা সাংগঠনিক সম্পাদক পারভীন বেগম,সহ সম্মানিত সাধারণ সদস্য গণ উপস্থিত ছিলেন এবং তাঁদের মূল্যবান মতামত প্রকাশ করেন।
মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে প্রত্যাশা – ২ প্রকল্প নিয়ে বিশদভাবে আলোচনা করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে অভিবাসন ও ক্ষতিগ্রস্থ বিদেশ-ফেরত নারী অভিবাসীদের মনোসামাজিক, সামাজিক এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা সমূহ, নারী অভিবাসীদের অধিকার ও অর্থনৈতিক সুযোগগুলো নিশ্চিত করণ করে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও শক্তিশালী করা, নিরাপদ অভিবাসন নিয়ে তথ্য সরবরাহ ও সচেতনতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন এবং কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করেন।