
মোঃ জাবেদুল ইসলাম
কবি তুমি হাফিজুর রহমান,
লেখা তোমার চলমান।
সমাজের নব অনাচার আরও,
আছে যতো কু-সংস্কার।
মেঘ কেটে চলে যায় আঁধার,
জ্বলে ঝ্লমলে আলো।।
মনের ভিতর ময়না আবর্জনা
পরিস্কার হয়ে যায় ভালো।
কবি তুমি হাফিজুর রহমান,
লেখনির ধারা চলমান।
অন্যায়ের বিরুদ্ধে কলম ধর,
ন্যায়ের পক্ষে তুমি বহমান।
কবি তুমি হাফিজুর রহমান,
প্রকৃতির প্রেমে বহমান।
ফুল পাখি প্রজাপতি নিয়ে,
ছড়া লেখা তোমার চলমান।
কবি হাফিজুর রহমান
মানব প্রেমে তিনি বহমান।
মানবের সুখ দুঃখ হাসি কান্না
ফুটে উঠে লেখা তাঁর চলমান।