শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অর্জনে গর্বিত প্রতিষ্ঠান মানবিকতার আলোকবর্তিকা স্পেশাল ব্রাঞ্চের মানবিক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা কবিতাঃ জীবন কবিতা নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত জগন্নাথপুরে গণভোটের পক্ষে উৎসাহিত করলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক গ্রেটার ইসরায়েল শখ মুছে গেলো! জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া বিদ্যুৎ ফাউন্ডেশন: মানবতার আলোর পথে ধানের শীষে ভোট দেয়ার আহবান শোডাউনের মধ্যদিয়ে প্রচারণা শুরু করলেন তুহিন মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপিকে গণসংবর্ধনা, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন- অধ্যক্ষ আব্দুল আলীম

শিবগঞ্জে স্কুলছাত্রী ধর্ষনের ভিডিও ছড়িয়ে পড়ায় ২ যুবক গ্রেফতার

Coder Boss
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে নির্জন চরে নির্যাতনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার তৈরি হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের লুৎফর রহমানের ছেলে ইমন আলী এবং মো. মুকিমের ছেলে মো. ইয়ন আলী। গত ১০ নভেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে একইদিন ইমন ও নয়নকে গ্রেপ্তার করা হয়। আরেকজন পলাতক রয়েছে।মেয়ের মায়ের ভাষ্যমতে জানা যায়,স্কুল থেকে বেড়াতে যাওয়ার কথা বলে তার এক বান্ধবী মেয়েটিকে ধর্ষণকারীদের হাতে তুলে দেয় তাই একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ করার জন্য সে মেয়েকেও শাস্তির ব্যবস্থা করার দাবী জানিয়েছেন মেয়ের মা।

তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, দশম শ্রেণির ওই ছাত্রীকে “সম্পর্কের সূত্র ধরে” নৌকায় করে পদ্মা নদীর চরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার সঙ্গে জোরপূর্বক ঘটনা সংঘটিত হয়। বিষয়টি চলতি বছরের এপ্রিলে ঘটলেও ভুক্তভোগীর পরিবার প্রথমে আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় ছিলেন। পরবর্তীতে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার দুই জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

ভিডিও ছড়ানোর বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, “মামলা হওয়ার আগেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। এখন বিভিন্ন আইডি থেকে ভিডিওটি শেয়ার হচ্ছে, যা নিয়ন্ত্রণ করা কঠিন। আমাদের সাইবার টিম সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছে যাতে অনলাইন থেকে ভিডিও অপসারণে ব্যবস্থা নেওয়া যায়।”

তিনি আরও বলেন, “মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন বলে আমরা আশাবাদী।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102