শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় ইয়াবা সহ ৩ জন গ্রেপ্তার জগন্নাথপুরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এমপি প্রার্থী তালহা আলম বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের সমথর্নে গণসংযোগ নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার আধুনিক ও উন্নত সেবার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু লোহাগাড়ায় রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক বহিষ্কারাদেশের চিঠি পেয়ে আমি ব্যথিত নই; বরং আমি আনন্দিত: শফিকুল ইসলাম রাহী শিরক-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অর্জনে গর্বিত প্রতিষ্ঠান মানবিকতার আলোকবর্তিকা স্পেশাল ব্রাঞ্চের মানবিক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা

মুন্সীগঞ্জের সাংবাদিক হুজাইফার উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের সাংবাদিক হুজাইফার উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সোমবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা এবং কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সাংবাদিক ইউনিটের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ-ফয়েজুল হক গোলাপ, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, শুরুক সম্পাদক মোঃ হাকিম ফজলুর রহমান,
বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আল আযহার, কোষাধক্ষ মোঃ ফাইজুল ইসলাম, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সুজন চন্দ্র দাস, দৈনিক নওরোজ এর হোসেনপুর প্রতিনিধি এস কে শাহীন নবাব, দেশের খবরের জেলা প্রতিনিধি আজিজুল হক রাসেল, নাগরিক ভাবনার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: মাহফুজুল হক খান (জিকু), নববাণীর জেলা প্রতিনিধি সোহেল মিয়া, এস কে বাংলা টিভির প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমান, কালের নতুন সংবাদ এর স্টাফ রিপোর্টার মোছাঃ রিতু আক্তার, দৈনিক সংবাদপত্রের স্টাফ রিপোর্টার খায়ের আহম্মেদ খন্দকার লিমন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে,গত ২০ নভেম্বর বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জ সদর থেকে দিঘীরপাড় যাওয়ার পথে নুর পুকুর পার ব্রীজ এলাকায় জাতীয় দৈনিক সরেজমিন বার্তা–র মুন্সিগঞ্জ জেলা ব্যুরো চীফ মোঃহোজাইফা সন্ত্রাসীদের বর্বর হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সংবাদমাধ্যম কর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটলেও অধিকাংশ মামলার সুরাহা হচ্ছে না। দোষীদের আইনের আওতায় না আনা এবং দ্রুত বিচার না হওয়ার কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আজ যার জীবন রক্ষা পেলো, কাল হয়তো আরেকজনের ভাগ্যে মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্ব অপেক্ষা করছে—এ আশঙ্কা অমূলক নয়।

সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে মানুষের কথা তুলে ধরেন,অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন,দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে, যারা সত্য প্রকাশের দায়িত্ব পালন করছেন,তারাই বারবার হামলার শিকার হচ্ছেন।

কিশোরগঞ্জ জেলার সাংবাদিক ইউনিট, বাংলাদেশ মগর সহ সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব পক্ষ থেকে এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা দাবি জানাই— হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত,দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন, মাঠপর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

সচেতন সমাজ,প্রশাসন ও সাংবাদিক সংগঠনগুলোর এখনই এক হয়ে দাঁড়ানো প্রয়োজন। নইলে এই সন্ত্রাসী প্রবণতা আরও ছড়িয়ে পড়বে,এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে। অপরাধীদের ২৪ ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

আজকের এই ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়—এটি সত্য প্রকাশের ওপর আক্রমণ, জনগণের জানার অধিকারকে রুদ্ধ করার প্রচেষ্টা। আমরা এমন বর্বরতার দৃঢ় প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102