
মোঃ শিহাব খন্দকার,
বিশেষ প্রতিনিধি খুলনা জেলা:
মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতি ও মানবিক সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ, খুলনা জেলা শাখা আগামী ০৮ডিসেম্বর ২০২৫, সোমবার একটি ইসলামিক দাওয়াহ সম্মেলনের আয়োজন করেছে। বিকাল ৩টায় বাগমারাস্থ মারকাযুল উলূম মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজক সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ একটি অরাজনৈতিক, সামাজিক, মানবিক, দাওয়াতি ও আধ্যাত্মিক সংগঠন। বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী মনীষী, দার্শনিক ও মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. ১৯৭৪ সালে ভারতের লাখনৌতে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি যুগোপযোগী দাওয়াত, মানবিকতার বার্তা এবং সমাজে শান্তি–সম্প্রীতির মূল্যবোধ বিস্তারে কাজ করে আসছে।
বাংলাদেশেও প্রতিষ্ঠার নীতিমালা অনুসরণ করে ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ শান্তি, মানবিকতা, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। বিশেষত ‘খ্রিস্টান–এনজিও মিশনারি, কাদিয়ানী এবং অন্যান্য বাতিল ফিরকার ইসলাম–ঈমানবিরোধী অপতৎপরতা, পাশাপাশি নাস্তিক্যবাদ ও ফিকরি ইরতিদাদ’ থেকে সর্বসাধারণকে সচেতন করা সংগঠনটির প্রধান কাজের অন্যতম অংশ। এ উদ্দেশ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ইসলামিক দাওয়াহ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ,
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাযযাক নদভী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী এবং সম্মেলন উদ্বোধন করবেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া।
সম্মেলনের সভাপতিত্ব করবেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ খুলনা জেলা আমির মাওলানা সোহরাব হুসাইন খুলনাভী।