
মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এলাকার সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ার মরহুম মোজাফফর সওদাগরের সুযোগ্য বড় ছেলে ওসমান গনি (প্রকাশ বাবুল)। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতিরিক্ত ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর এই পদোন্নতি শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং সাতকানিয়া- লোহাগাড়ার মানুষের জন্য এক অনন্য গৌরব ও অনুপ্রেরণার মাইলফলক।
ওসমান গনি বাবুল দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ বাহিনীতে তাঁর কর্মদক্ষতা প্রমাণ করে আসছেন। রাষ্ট্র ও জনসেবায় তাঁর অবদানকে স্বীকৃতি দিতেই এ গুরুত্বপূর্ণ পদোন্নতি প্রদান করা হয়েছে। তাঁর এই অর্জন এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে এবং তরুণ প্রজন্মের মাঝে নতুন স্বপ্ন ও প্রত্যাশার সঞ্চার করেছে। সাতকানিয়াবাসী এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সাতকানিয়া লোহাগাড়াবাসীর পক্ষ থেকে ওসমান গনি বাবুলের প্রতি রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা। নতুন দায়িত্বে তাঁর প্রতিটি পদক্ষেপ সফল হোক—এই কামনাই করেন সকলে। আশা করা হচ্ছে, তাঁর দূরদৃষ্টি, নৈতিকতা ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী আরও জনবান্ধব, শক্তিশালী ও আধুনিকতার পথে এগিয়ে যাবে। সততা, সাহসিকতা ও কর্মনিষ্ঠার প্রতীক ওসমান গনি বাবুল ভবিষ্যতেও চট্টগ্রামসহ গোটা দেশের মান সম্মান আরও সমুন্নত রাখবেন—এই বিশ্বাসই এখন সাতকানিয়া- লোহাগাড়াবাসীর প্রাণে।