
জীবনের বৃত্তান্ত শৈবালের ছটাক ধরেছে;
আজও মেলেনি তার ক্ষতির হিসাব,
মনে হয় এখনো বাকি রয়েছে জীবন পাতায়;
হয়ত: রয়ে যাবে মনের অজান্তে।
মাঝে মাঝে মন বলে তারই প্রেক্ষাপটে
ভ্রমণ চালাতে;
জানি কোন লাভ নেই,
চলে যাবার যা- তা চলে গেছে;
আর
যা যাওয়ার সে চলে যাবেই।
মনের গহীনে একাকী সেই অচেনা নির্জনে কত কথা বলে চলেছি;
মনে পড়ে শুধু সেই প্রতিশ্রুতির কথাগুলো
যা-
শ্রাবণের আঘাত হানে,
আর-
হারিয়ে যাওয়ার ব্যথা দেয় মনে।
অনেক ব্যস্তময় সময়
আজও মনে পড়ে অচমক ভয়;
জানিনা- কেন এখনো মনে হয়।
আমি আজ বড় ক্লান্ত,
ধীরে ধীরে অনেক পথ পাড়ি দিয়েছি।
ক্লান্ত দেহের বহর আর যেন সহ্য হচ্ছে না,
হয়ত: নিয়তিতে ঘটবে-জীবনের শেষ প্রহর।।