শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এমপি প্রার্থী তালহা আলম বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের সমথর্নে গণসংযোগ নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার আধুনিক ও উন্নত সেবার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু লোহাগাড়ায় রয়েল কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক বহিষ্কারাদেশের চিঠি পেয়ে আমি ব্যথিত নই; বরং আমি আনন্দিত: শফিকুল ইসলাম রাহী শিরক-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি অর্জনে গর্বিত প্রতিষ্ঠান মানবিকতার আলোকবর্তিকা স্পেশাল ব্রাঞ্চের মানবিক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিনকে ক্লাসিক চেস্ ক্লাবের সম্মাননা কবিতাঃ জীবন কবিতা

সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ, চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ৫ ডিসেম্বর (শুক্রবার) সংগঠনের নিজস্ব অফিস কক্ষে অনুষ্টিত হলো ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ সেবা, যেখানে ২শতাধিক অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ জানিয়েছেন কতৃপক্ষ।

একান্ত সাক্ষাৎকারে- চিকিৎসা নিতে আসা রোগী রহিমা বেগম বলেন, ফ্রি সেবার কারণে কোনো কষ্ট ছাড়াই চিকিৎসা নিতে পেরেছি। আমাদের মতো গরিব মানুষের জন্য বড় উপকার।

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য মোঃ রাকিবুল ইসলাম বলেন,”আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। চিকিৎসা সেবা পাওয়া সবার অধিকার। আমাদের ফাউন্ডেশন সেই অধিকার নিশ্চিত করতে নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ আমরা প্রায়ও ২শতাধিক মানুষের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করতে পেরে আনন্দিত।

মানবিক ফাউন্ডেশনের সদস্যরা জানান, ভবিষ্যতে বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা সেবা আয়োজন করা হবে। স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

চিকিৎসা সেবা দিতে অংশ নেওয়া ডাক্তার ডা. মোঃ আব্দুল মজিদ সোহাগ বলেন, মানুষের পাশে দাঁড়াতে পারাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় সাফল্য। আজ যেভাবে অসহায় রোগীরা হাসিমুখে সেবা গ্রহণ করেছেন, তা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে। চিকিৎসা শুধু পেশা নয়-এটা দায়িত্ব, ভালোবাসা এবং মানবতার পথ। এই ধরনের মানবিক আয়োজনে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত।”

এসময়ে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সদস্য, তৌহিদুল ইসলাম আফরান আব্দুল্লাহ আল মুহিত, নিলয় হাসান, রবিউল হাসান ও সজিবুল হাসান সজিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102