
মক্কা বিজয়
অস্ত্র ছাড়া প্রিয় নবী
মক্কা করলেন জয়,
দয়ার স্রোতে ভিজল প্রাণ
ঝড়ে গেল সব ভয়।
শত্রুও পেল ক্ষমার ছোয়া
মুছে গেল আঁধার,
অহংকার সব নত হলো
আলোয় ভরা দ্বার।
সত্য -শান্তির বার্তাকে
করল বিশ্ব গ্রহণ,
তাই তো আজও কোটি প্রাণে
মোহাম্মদ নাম পবন।
অস্ত্র ছাড়া বিশ্ব নবী
মক্কা করলেন জয়,
তাই তো আজও মানব দানব
মোহাম্মদ নাম লয়।
জ্ঞানের ছিদ্র
বই পড়ে কেউ হয়না বড়ো
হয়না বিরাট মানী,
জ্ঞানের আলো যার প্রাণে রয়
সে জন আসল জ্ঞানী।
আজকের দিনে একটু পড়েই
জ্ঞানী ভাবে নিজে,
নাই তো পেটে বিদ্যা যে তার
বলবো কথা কি যে!
জ্ঞানের বড়াই করে তারাই
বাজায় জ্ঞানের ডঙ্কা,
চললে এমন ডুববে জাতি
তাইতো মনে শঙ্কা।
সত্যি যারা জ্ঞানের আধার
প্রকাশ নাহি করে,
জ্ঞানের ভান্ডার পূর্ণ করতে
সাধন- মগন গড়ে।