
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরসহ অন্যান্য হাওরের আগাম বোরো ফসল রক্ষা বাঁধ প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জগন্নাথপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে গণশুনানী অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, কৃষক ও ট্রাক শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, কৃষক নেতা আনকার মিয়া, কৃষক ফারুক আহমদ, সাহান মিয়া, শ্রমিক নেতা মাসুদ মিয়া প্রমূখ।
এতে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, পাউবো’র উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান কানন, উপজেলা উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা ট্রাক শাখার সভাপতি ও কৃষক জাহেদ আলী, ট্রাক্টর মালিক সালামত আলী, এনামুল হক, শ্রমিক ফারুক মিয়া, সালাহ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকগণ অংশ গ্রহণ করেন।
সভায় হাওর রক্ষা বাঁধ টেকসইভাবে সম্পন্ন করতে অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে পিআইসি কমিটি দিতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এছাড়া হাওরে মাটিকাটা শ্রমিকরা নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ তাদের আইন মেনে মাটি কাটলে প্রশাসনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।