
স্টাফ রিপোর্টার, নীলফামারী
বাংলাদেশ জামিয়তে ওলামার সহযোগিতায় এবং GRT – Global Relief Trust Wheelchair Distribution Bangladesh–এর সহায়তায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ডিমলা উপজেলার বিজয় চত্ত্বর মাঠে ৫০। জন প্রতিবন্ধী শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের মাঝে দেখা দেয় আনন্দের উচ্ছ্বাস। পশ্চিম ছাতনাই ইউনিয়নের আলেয়া বেগম বলেন,আমার মায়ের বয়স ৬৫। তিনি এখন ঠিকমতো চলতে পারেন না। আজ হুইলচেয়ার পাওয়ায় অন্তত বাইরে আসা-যাওয়া করতে পারবেন। খেজুর গাছ মার্কার হুজুর আফেন্দী সাহেবের জন্য দোয়া রইল।
দক্ষিণ তিতপাড়া গ্রামের ১৫ বছরের দীপক কুমার বলেনআমি খুব খুশি। আফেন্দী হুজুরের জন্য আমার আশীর্বাদ রইল। ভগবান উনাকে ভালো করুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জমিয়তের সভাপতি মওলানা দেলওয়ার হোসেন , ডোমার উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, ডোমার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান, ডিমলা উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফেজ ফজলুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান সালাফী, ছাত্র জমিয়ত নীলফামারী জেলা শাখার সভাপতি রাজু রুহানী, মাওলানা জুলফিকার আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসিনুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বাংলাদেশ জামিয়াতে ইসলামের মহাসচিব নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের খেজুর গাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী বলেন আমি দীর্ঘদিন ধরে তোমার ডিমলা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও করে যাবে আমার দলের নেতার কর্মীরা প্রতিটি গ্রাম মহল্লায় যথাযথভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমার প্রচেষ্টায় এই কাজটি করার সৌভাগ্য হয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ আরো কাজ করে যাবো,আপনাদের মধ্যেমে ডোমার ডিমলা নিলফামারীর ১ আসনের সকল জনগণের সাহায্য কমনা করছি,এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সাথে আমাদের জোটের আলোচনা চলছে দুই একদিনের মধ্যে আপনাদের সথে এ বিষয়ে জানানো হবে।