
মতিউর রহমান (সরিষাবাড়ি) জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়িতে আন্তর্জাতি নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী নির্যাতন পক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালিত হয়। এ ছাড়াও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ি উপজেলার নবাগত ইউএনও তাসনিমুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শায়লা নাজনীন এর সার্বিক পৃষ্টপোষকতায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী ও সদস্য সচিব আন্নু মিয়ার পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত হয় দূর্নীতি বিরোধী আলোচনা সভা। আলোচনা সভা শেষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়ীতাদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। উল্লেখযোগ্য অতিথিবৃন্দের মধ্যে সহকারী কমিশনার ভুমি লিজা রিছিল, কৃষি অফিসার অনূপ সিংহ, এলজিইডি কর্মকর্তা তমালসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।