রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে নবাগত জেলা প্রশাসকের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ই ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানার সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার সদ্য যোগদান কৃত ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ওসমান গনি, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, উপজেলা জামাত ইসলামের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, রফিকুল আলম রফিক। এছাড়া অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ ইসা খান, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ ইকবাল, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।