
লেখক: আব্দুর রহমান আবির
পনেরো’শ বছর ধরে যে আঁধার জমেছিল,
সতেরো কোটি প্রাণ তার তিমির ঘুচালো।
ডিসেম্বর এলো, এলো ষোল তারিখ,
ইতিহাসে লেখা হলো, ‘মুক্তির তারিখ’।
রক্তের দামে কেনা এ পতাকা ওড়ে,
প্রতি শিরায় ঢেউ ওঠে, শরীর শিহরিত হয় জোরে!
দিকে দিকে রণভেরী, শঙ্খ বাজে,
সাহস আর প্রত্যয়ে বীর বাঙালি সাঁজে।
গর্জন তুলেছিল এক সাগর সমান,
ত্রিশ লক্ষ শহিদের অমূল্য সে দান।
হানাদার পালালো, অস্ত্র হলো নত,
মাথা তুলে দাঁড়ালো বাংলা শত শত।
‘জয় বাংলা’ স্লোগানে আকাশ কাঁপে আজ,
এসেছে বিজয়ের সেই আলোর তাজ!
শিহরিত হও, বাঙালি! এই মাটি তোমার,
ভুলো না, ভুলো না সেই কষ্টের পাহার।
স্বাধীনতা মানে নয় শুধু কোনো গান,
এ হলো আগুন-জ্বলা আত্ম বলিদান।
উত্তেজিত বুক, চোখে স্বপ্ন বহ্নিমান,
গৌরব-গাথা হোক প্রতিটি জবান।
শহিদের প্রতিজ্ঞা, আজও অম্লান,
বাংলাদেশ! তুমিই আমার গর্বের স্থান!