
লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
সারা বিশ্বে যত দেশ সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছে সে দেশে একটা মাইনরিটি অপজিশন থেকে যায় এবং একসময় তারা নিজ দেশ ভেবে বড় জনজোয়ারের সাথে মিশে যায়। ভিয়েতনাম কোরিয়া কম্বোডিয়া দঃ আফ্রিকা ইত্যাদি —
কিন্তু আমাদের দেশে জাতির জনককে হত্যা সামরিক জান্তা মূল অপজিশন কে হটিয়ে মিক্সিং দল গড়ে স্বাধীনতার পক্ষের ভান করে দেশটাকে ই স্বাধীনতার ১৮০° ঘুরায়ে সেই ১৯৭১ এর আগের অবস্থানে নিয়ে গেছে! যে সব লোকগুলোর জন্মসূত্রে স্বাধীনতা বিরোধী অর্থাৎ রক্তে মুসলিমলীগ, জামাত, নেজামে ইসলাম, আইডি এল ইতিহাসে প্রবাহিত তাদের মুখে খুব হাল্কা স্বাধীনতা পক্ষের শক্তি কে ঘায়েল বানী শুনবেন।
“ভারত তার স্বার্থে বৃহৎ শক্তি মুসলিম রাস্ট্র পাকিস্তান ভেঙেছে ” !
বাংলাদেশ কে স্বাধীন হতে পাকিস্তান বাধ্য করেছে নাকি ভারত বাধ্য করেছে? একটু আলোচনা করা যাক । পাকিস্তানের প্রধান একমাত্র রপ্তানি দ্রব্য ছিলো পূর্বপাকিস্তানের পাট, তুলা, চা, চামড়া! এ-সব ছাড়া পাকিস্তানের এমন কোন ইন্ডাস্ট্রিয়াল প্রডাক্ট ছিলো না যা পয়সা আয় করে আনতে পারে।
কিন্ত উন্নয়ন পশ্চিম পাকিস্তান ৯০%, পূর্ব পাকিস্তান ১০% , উদাহরণ — ১১ টা অস্ত্র কারখানা পশ্চিম পাকিস্তানে তৈরির পর বাংলাদেশে গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি করা, মাথাপিছু আয় পূর্বপাকিস্তান ০.৭%
পশ্চিম পাকিস্তান ৩ গুন বেশী, ২.১ %, আরো ১০০ টা দেখাতে পারি discrimination (বৈষম্য) !
এসব কি ভারত করেছে না পশ্চিম পাকিস্তান বাঙালিদের মাথা নষ্ট করে বুলেটের সামনে দাড়াতে শক্তি যুগিয়েছে?
১৯৫৬ থেকে ১৯৭১ পর্যন্ত জান্তার শাসন কি ভারত এসে
করে দিয়ে গেছে নাকি পাকিস্তানী মাথা মোটারা করেছে? মুজিব কে ম্যান্ডেলার মত ১২ বছর ৭ মাস জেলে আটকাতে কি ভারত বলেছে? ১৯৭০ এর নির্বাচনে ২৪ টা জান্তার দল নির্বাচন করেছে আলাদা আলাদা, একত্রে নির্বাচন মোর্চা হলে হয়তো মুজিব একক সংখ্যা গরিষ্ঠতা পেতেন না,এটা ভারতের দোষ?
সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে, ক্ষমতা হস্তান্তর করো,
পাঁচ বছর পরে বা আগে এই বাঙালি ই তাকে ক্ষমতা থেকে নামতে শ্লোগান দিতো হয়তো। ক্ষমতা না দিয়ে
অপারেশন সার্চলাইটের পরামর্শ কি ভারত দিয়েছে?
ভারত ১ কোটি লোক খেতে দিছে, ইন্দ্রা গান্ধী বিশ্ব যুদ্ধের ঝুঁকি নিয়েছেন, নিক্সন তাকে Bitch বলে গালি দিয়েছে, তিনি বাঙালির জন্য হজম করেছেন, রাশিয়ার সাথে ২৫ বছর চুক্তি করেছেন, পূর্ব সেক্টরে ১২ হাজার সেনা জীবন দিয়েছে, পশ্চিম সেক্টরে ৫ হাজার মাইল দখল করেছে ঠিকই জীবন কত দিয়েছে তা আজও পরিষ্কার কোন ইতিহাস খুঁজে পাই নাই।
আপন দুই ভাই মারামারি করে সংসার ভিন্ন হলে প্রতিবেশীর সুবিধা হয়, এই সুবিধা টুকু এসব অর্বাচীন রা সামনে নিয়ে আসে আসল পাকিস্তানের বৈষম্য আচরন, অস্ত্রবাজী, ভাষার উপর আক্রমণ, সংখ্যা গরিষ্ঠ কে ক্ষমতা না দেয়ার অপরাধ, বুটজুতো উর্দির শাসন ৫২ টু ১৯৭১ যা বাঙ্গালি রক্তে মেনে নেয় না এ অসভ্যতা দেশ শাসনের। সেটা ঢেকে দিয়ে ভারতের ১% সুবিধা সামনে নিয়ে আসে।
ভারত তার স্বার্থে পাকিস্তান ভেঙ্গেছে এ অর্বাচীন কথার আগে একবার ও ভাবে না পাকিস্তান কি ভুল করেছে, কি অন্যায় করেছে, কেন সেই দেশটা আজ দেউলিয়া? কেন বেলুচিস্তানের মানুষ বাঙালিদের ১৯৭১ এর মত অস্ত্র হাতে তুলে নিলো? কেন গনতান্ত্রিক সরকার ক্ষমতায় এলেই হয় হত্যা না হয় সামরিক হুমকি? বেনজির ভুট্টো, ইমরান খান হত্যা ও ক্ষমতা চ্যুৎ কেন হলো!
বাংলাদেশের পাক পন্হীরা ক্ষমতায় এসে
বিহারিদের ভোটাধিকার দিয়েছে যে বিহারী হত্যায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর বাঙালির লাশে বুড়িগঙ্গা, শীতলা লক্ষ্যা, ভৈরব কর্ণফুলী তিস্তা —- নৌকায় পারাপার হওয়া লাগতো না প্রায় সপ্তাহ ধরে বাংগালী লাশের উপর দিয়ে হেটে পার হওয়া যেতো।
ঢাকার মিরপুর, খুলনার খালিশপুর, সৈয়দপুর, রংপুর,
এমনি বিহারি একত্রিত স্থানগুলো বিজয় এসেছে রেসকোর্স নিয়াজির সারেন্ডারের ৬/৭/৮/৯/১০ দিন পর, সেই বিহারিদের নাগরিকত্ব দিয়ে চাকুরী বাদার সুযোগ করে দিয়েছেন দেশ নেত্রী অথচ পশ্চিম পাকিস্তানের আটকা পড়া এক কোটি ২৫ লক্ষ বাঙালির কথা ভাবেন নাই।এক করাচিতেই ৩৭ লক্ষ যাদের নাগরিকত্ব নাই বলে কাগজ কুড়ানো ড্রেন পরিষ্কারে জীবন জীবিকা!!
ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজ দেশকে ভালবাসেন।