শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলা মায়ের আঁচল তলে নিরাপদ থাকব চিরকাল নেত্রকোনা কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী প্রচার দলের ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন কবিতাঃ অনাভ্যাসের বেণু! দেশকে নিয়ে লেখো কবিতা লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর মিলন মেলায় সম্মাননা এ্যাওয়ার্ড পেলেন শাহ আব্দুল মালেক চুনতি ডট কম ম্যারাথন টি শার্ট, মেডেল উম্মোচন ও প্রস্তুতির সার্বিক প্রস্তুতি সাংবাদিকেদর তুলে ধরলেন আহবায়ক ডাঃ মাহমুদুর রহমান নীলফামারী আকাশে অজ্ঞাত আলো, শব্দে চমক জগন্নাথপুরে উপজেলা ভিত্তিক প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দোকানঘর উচ্ছেদ ডিমলা কামিল মাদ্রাসা সেন্টারে অন্তর্ভুক্তির দাবিতে অধ্যক্ষ বরাবর আবেদন

জগন্নাথপুরে উপজেলা ভিত্তিক প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯ Time View

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির কচিকাঁচা সোনামণিদের নিয়ে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর ও জগন্নাথপুর যুব ফোরামের যৌথ আয়োজনে একটি শিক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরে অবস্থিত হলি চাইল্ড কিন্ডার গার্ডেন এন্ড হাইস্কুলে গত ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. জগন্নাথপুর উপজেলা ভিত্তিক প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ১৫টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষক নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মতিউর রহমান বিপ্লব, প্রধান শিক্ষক, হলি চাইল্ড কিন্ডার গার্ডেন এন্ড হাইস্কুল। পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব নুরুল হক, সভাপতি, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি; জনাব রুহুল আমিন, সাধারণ সম্পাদক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি; জনাব হুমায়ুন কবির, সভাপতি, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এবং জনাব আশিক মিয়া, সহকারী শিক্ষক, হলি চাইল্ড কিন্ডার গার্ডেন এন্ড হাইস্কুল।

মেধাবৃত্তি পরীক্ষা উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন জনাব জালাল উদ্দীন, প্রধান শিক্ষক, ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়; জনাব জামাল উদ্দিন বেলাল, সভাপতি, জগন্নাথপুর যুব ফোরাম; জনাব সনজিপ কুমার রায়, প্রধান শিক্ষক, ড্রীম ফ্লাওয়ার একাডেমি; জনাব বিনয় কুমার সরকার প্রধান শিক্ষক, নার্সারি স্কুল জগন্নাথপুর; জনাব মাসুম মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব সাইদুল ইসলাম বাবলু, মহাসচিব, স্থায়ী কমিটি ফেয়ার ফেইস জগন্নাথপুর; জনাব আমিনুর রহমান হিমেল, সহ-সভাপতি, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব আলী হোসেন, সাধারণ সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব মোস্তাক হোসেন নাছিফ, সহ-সাংগঠনিক সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব রুমন আহমেদ ভূইয়া, প্রচার সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব আবুল কালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর; জনাব কয়েছ মামুন, প্রচার সম্পাদক, জগন্নাথপুর যুব ফোরাম; জনাব আবু হানিফ সুমন, সিনিয়র সদস্য, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এবং জনাব রুমন আহমেদ, সদস্য, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত অভিভাবকগণ এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

সরিষাবাড়িতে তুখোড় ছাত্রদল সেক্রেটারি সহঃঅধ্যাপক রুকন আর নেই মতিউর রহমান,সরিষাবাড়িঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচীব ও সরিষাবাড়ি কলেজের মার্কেটিং বিভাগের সাবেক সহঃ অধ্যাপক মাজহারুল ইসলাম রুকন গত রাত ২:৩০ ঘটিকায় উত্তরা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।ইন্নাহ,,,,,রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মহাদান ইউনিয়নে জন্মগত নাগরিক ও স্থায়ী বসতি শিমলা টাউন। মরহুম রিয়াজ উদ্দিন ডাক্তারের ২য় সন্তান মাজহারুল ইসলাম রুকন। মৃত্যুকালে তিনি ৩ ভাই ২ বোন ও স্ত্রী- সন্তানসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। ৭ ডিসেম্বর বাদ আছর সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট হাই স্কুল মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাযে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম,সরিষাবাড়ি কলেজের সহঃ অধ্যাপক খায়রুল আলম শ্যামল,আমিমূল এহসান শাহীন,পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন,সাধারণ হসম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ অধ্যাপক /শিক্ষকবৃন্দ/ কর্মচারীবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ ও অসংখ্য গুনগ্রাহি উপস্থিত থেকে বিদহী আত্মার মাগফেরাত কামনা করেন।

© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102