
আল আমিন হাওলাদার, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সাংগঠনিক গঠনতন্ত্র ও দলীয় নীতিমালা অনুযায়ী নেত্রকোণা জেলার আওতাধীন কলমাকান্দা উপজেলা শাখার ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মোঃ মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক অলিউল্লাহ রহমান অলি স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে কলমাকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন দলীয় নেতৃবৃন্দ।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল বারেক শেখ (নাজিরপুর ইউনিয়ন)। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম (৩নং পোগলা ইউনিয়ন)।
এছাড়া সহ-সভাপতি পদে একাধিক ইউনিয়নের অভিজ্ঞ ও উদ্যমী নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জহিরুল ইসলাম (পোগলা ইউনিয়ন), যিনি সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতার জন্য পরিচিত।
পাশাপাশি একাধিক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম মোল্লা (কলমাকান্দা সদর ইউনিয়ন)সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক মাধ্যমে কমিটিকে কার্যকর ও গতিশীল রূপ দেওয়া হয়েছে।
ইউনিয়নভিত্তিক ভারসাম্য ও প্রতিনিধিত্ব -এই কমিটিতে ২নং নাজিরপুর, ৩নং পোগলা, ৪নং বড়খাপন, ৫নং লেঙ্গুড়া, ৬নং খারনৈ, ৭নং কৈলাটী এবং কলমাকান্দা সদর ইউনিয়নের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে উপজেলা জুড়ে সংগঠনের কার্যক্রম সমানভাবে বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
দলীয় নেতারা মনে করছেন, এই ইউনিয়নভিত্তিক ভারসাম্য ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মোঃ মোবারক হোসেন বলেন,কলমাকান্দা উপজেলা প্রচার দলের এই কমিটি দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের পক্ষে কথা বলবে।
জেলা সাধারণ সম্পাদক অলিউল্লাহ রহমান অলি বলেন,
নতুন এই কমিটির মাধ্যমে কলমাকান্দা উপজেলায় জাতীয়তাবাদী প্রচার দলের কার্যক্রম আরও বেগবান হবে। তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দলের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
দলীয় সূত্রে আরও জানানো হয়, খুব শিগগিরই কলমাকান্দা উপজেলায় নতুন কমিটির উদ্যোগে সাংগঠনিক সভা, প্রচার কার্যক্রম ও জনসংযোগমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।