
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র ও অসচ্ছল ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন মোস্তাক আহমেদ চৌধুরী ফাউন্ডেশন।
১৮ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের পাশে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়। সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্য সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ এটিএম জাহেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন এম আবদুর রহিম, সাবেক ছাত্র নেতা ও সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কুতুবউদ্দিন, সাবেক সভাপতি, মোস্তাফিজুর রহমান কলেজ ছাত্রদল, নুরুল ইসলাম, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপি, তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জিসাস চট্টগ্রাম দক্ষিণ জেলা, মিজানুর রহমান নিশান,সহ সাংগঠনিক সম্পাদক, জিয়াউর রহমান কল্যাণ পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, বাংলাদেশ জাতীয়বাদী সেচ্ছাসেবক দল লোহাগাড়া উপজেলা।
এছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ব্যক্তি সহ বিভিন্ন হতদরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান এটিএম জাহেদ তার বক্তব্যে বলেন, আমার পিতা মরহুম মোস্তাক আহমেদ চৌধুরী একজন রাজনীতিবীদের পাশাপাশি সমাজ সেবায় বিশেষ অবদান রেখে গেছে সমাজের অবহেলিত দরিদ্র মানুষের সুখে- দুঃখে পাশে থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করতেন।
তিনি আরো বলেন- আমার বাবার রেখে যাওয়া কাজগুলো অব্যহত রাখতে গঠন করা হয়েছে এই মানবিক ফাউন্ডেশন। ইতিমধ্যে বিভিন্ন অসহায় পরিবারের মাঝে খাদ্য,বস্ত্র, হুইল চেয়ার সহ অনেক কিছু বিতরণ করেছি এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।