
কলমেঃ রূপা রানী সরকার
ঘরের আলো, সবার ভরসা, আমি যে সেই বড় মেয়ে,
ভেতরের কত ঢেউ চাপা রয়, হাসি দিয়ে সব চেয়ে।
ছোটদের ভুল শুধরে দেওয়া, বাবা মায়ের পাশে থাকা,
আমার সকল ইচ্ছেগুলো থাক, সবার আড়ালে ঢাকা।
স্বপ্ন ছিল রংবেরঙের, ইচ্ছে ছিল নিজের মতো বাঁচার,
কিন্তু কখন কাঁধে এলো দায়িত্বের ভার, সংসারের খাঁচার।
আমার চাওয়া গৌণ হল, সবার প্রয়োজন আগে,
ব্যথা হলেও বলতে পারি না, একা মনেই কষ্ট লাগে।
অন্যের সুবিধা দেখতে গিয়ে নিজের সুবিধা খুঁজি না,
নিজের জন্য বাঁচতে আমি তাই তো আজও বুঝি না।
খুঁটিনাটি সকল কাজের ভার আমার উপর এসে পড়ে,
ছোট্ট বুকটা ভারী হয়, যখন কেউ খেয়াল নাহি করে।
ক্লান্ত হলেও থামতে মানা, চোখের জলও গোপনে,
যদি ভেঙে পড়ি, তবে কে দেবে সকলকে সান্ত্বনা মনে?
সবাই ভাবে আমি বুঝি ইস্পাত-কঠিন, শক্ত খুব,
কেউ দেখে না, ভেতরে আমার কেমন করে ডুব-ডুব।
বড় হওয়া মানেই বুঝি নিজের ইচ্ছেরা হারানো,
নিয়ম মেনে চলার মাঝেও নিজের পথটা না জানা।
তবুও হাসি মুখে চলি, এই তো আমারই নিয়তি,
ঘরের ভিত মজবুত রাখি—আমি পরিবারের জ্যোতি।