
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগৃরামের লোহাগাড়া উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
২১ ডিসেম্বর, রবিবার বিকালে লোহাগাড়া সদরের পারিবারিক কবরস্থানে তিনি কবর জিয়ারত করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. আ ন ম নোমান, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, সৈয়দ আবদুল কাইয়ুম, আবদুর রাজ্জাক, চেয়ারম্যানের পরিবারের পক্ষে তার ভাগিনা জামাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে আলহাজ্ব শাহজাহান চৌধুরী মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুলের অবদান স্মরণ করে বলেন, তিনি লোহাগাড়া উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকার মানুষ একজন সেবককে হারিয়েছে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।