
কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
আমার ভীত নড়বড়ে হতে পারে, কিন্তু আমার স্বপ্ন ইস্পাতের। আমি জানি—যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারি। এই জানাটাই, এই সচেতনতা, আমাকে সতর্ক রাখে। যারা অতিরিক্ত আত্মবিশ্বাসী, তারা অনেক সময় অসতর্ক হয়ে ভুল করে বসে। আমি ভীরু বলেই প্রতিটি পদক্ষেপ মেপে চলি, আর সেই সতর্কতাই আমাকে টিকিয়ে রাখে।
এই মানুষটি সেই বুনো লতাপাতার মতো—যাকে কেউ জল দেয় না, যত্ন করে না, যার শিকড় খুব গভীরে ছড়ানোর সুযোগ নেই। তবুও সে পাথর ফাটিয়ে মাথা উঁচু করে বাঁচে।
তার জীবনদর্শন একটাই—
“আমার সাহসের অভাব আছে, সত্য; কিন্তু আমার চেষ্টার কোনো ক্লান্তি নেই।”
আর আমার পাশে থাকা কয়েকটি মানুষই আমাকে দেয় অশেষ সাহস, এগিয়ে চলার শক্তি।
আলহামদুলিল্লাহ।