
মোঃ জাবেদুল ইসলাম
দেশের পতাকা মাথায় বেঁধে,
দেশের করো বিরোধিতা।
সেই দেশেতে কেমনে থাকো,
এ’কি তোমার নির্লজ্জতা?
যে দেশেতে চলো ফিরো,
আরাম করে ঘুমাও রাতে।
যে দেশেতে রুজি করে,
ক্ষুধা মেটাও এক পাতে।
যে দেশেতে হালকা হাওয়ায়,
শরীর জুড়াও আয়েশ করে।
কেমন করে ভাবো তুমি,
দেশটা হউক অধীন পরের?
তোমার জন্ম আমার জন্ম,
এই বাংলার মাতৃভূমিতে।
এই বাংলার প্রকৃতির মাঝে,
হয়েছি বড় এক সাথে।
যাদের রক্তে পেলাম মোরা,
লাল সবুজ স্বাধীন পতাকা,
সেই পতাকা মাথায় বেঁধে,
দেশের করি এখন বিরোধিতা।
মোরা হলাম বাঙালি জাতি,
দেশকে ভালো বাসি অতি।
দেশকে বাসলে না ভালো তবে,
হবে না তো তোমার সুমতি।