
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
কারো কারো জন্য এমন লাগে
যায় না কাউকে বলা,
কতজন তো চোখের ঠারে
দেয় কত ছলা !
সব অবয়ব কাটে না দাগ
পাথর মনটার পরে,
কেন সেই একজন সারাদিন রাত
হানা দেয় মনের তরে !
আলাদা এক জগত সেতো
প্রেমের হাটবাজার,
ধনী-গরিব অসহায় সেথা
হারায় মন, রাজা প্রজার !
প্রেম সাগরের উর্মির ঢেউ
ছোঁয় নাই বালুকা রাশি ,
আছে কি এমন জীবন কারো
বলুক বিশ্ববাসী !
জন্মমৃত্যু সত্য যেমন
সবার জীবন বাঁকে,
ভালোবাসাও শাশ্বত সত্য
অনাহুত আগমন জীবন চলার ফাঁকে!