
নিজস্ব প্রতিবেদক:
কবিতা ও সাহিত্যচর্চায় উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট কবি ও সাহিত্যিক তপন কুমার তপু–কে সাহিত্য সম্মানে সম্মানিত করেছে কবিতা সাহিত্য গ্রুপ। গত ২৬ ডিসেম্বর ২০২৫ ইং, শুক্রবার ঢাকার শিশু কল্যাণ পরিষদের হল রুমে কবিতা সাহিত্য গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয় সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের বিশেষ পর্বে কবি তপন কুমার তপুর কবিতা ও সাহিত্যচর্চায় দীর্ঘদিনের সৃজনশীল অবদান, মানবিক মূল্যবোধ ও নান্দনিক প্রকাশের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাঁর সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং ভবিষ্যত সাহিত্যচর্চায় তাঁর অব্যাহত সাফল্য কামনা করেন।অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম পর্বে এবং বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয়। কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।সাহিত্য অঙ্গনে কবি তপন কুমার তপুর এ সম্মাননা তাঁর সাহিত্যিক পথচলায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রাপ্তিতে কবির পরিবার খুবই আনন্দিত তারি সাথে কবিতা সাহিত্য পরিবারের সম্মানিত সকলকে ধন্যবাদ জানান এত সুন্দর আয়োজন করার জন্য কবির পরিবারের পক্ষ থেকে।