
মোঃ জাবেদুল ইসলাম
সবার সেরা স্বাধীন দেশ,
আছে ধান ক্ষেত।
আরো আছে গাছ গাছালি,
সবুজ বাঁশ বেত।
পাখিরা উড়ে ডানা মেলে,
নীল আকাশের বুকে।
সাদা মেঘেরা দল বেঁধে,
বেড়ায় মহা সুখে।
সূর্য উঠে পূর্ব দিকে
রঙিন আলোয় হেসে।
দুর্বা ঘাসে ঝলমলিয়ে,
মুক্ত দানায ভেসে।
ফুল বাগিচায় ফুলেরা ফুটে,
নানা রঙের সাজ।
ভ্রমরা আর প্রজাপতিরা,
সারছে তাদের কাজ।
পাল তোলা নাও চলে,
আঁকাবাঁকা নদীর বুকে।
গাঙচিলেরা বেড়ায় ঘুরে,
একলা মনের সুখে।
সন্ধ্যা হলে পাখিরা ফিরে,
নিজ নিজ নীড়ে।
কাজের লোকেরা কাজ শেষে
আপন ঘরে ফিরে।
রাতের আকাশে চাঁদ জাগে,
তাঁরা উঠে জ্বলে
চাঁদের বুড়ী চরকা কাটে,
মা খোকনকে বলে।
বসন্ত কালে কোকিল ডাকে,
কুহু কুহু কুহু করে।
ফিঙে শালিক তারি ফাঁকে,
নানা গানের সুর ধরে।
এমন দেশ আর নাই কোথাও,
কতো দেশেতে গেলাম।
সবার সেরা স্বাধীন দেশ,
বাংলাদেশ কে পেলাম।