
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৮ ডিসেম্বর রোববার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় প্রবীণ রাজনীতিবিদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য আবিবুল বারী আয়হানসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।