
কলকাতা সংবাদদাতা:
ভারতের কলকাতায় স্যৈয়েদে কায়েনাত বিনতে রাসুল খাতুনে জান্নাত সৈয়দাতুন্নিসা ইল আ’লা আমীন খাতুনে জান্নাতে পাক সৈয়দা ফাতিমাতুজ যাহরাতুল বাতুল সালামুল্লাহি আ’লাইহা’র স্বরনে আলোর দিশা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস কাউন্সিলের যৌথ উদ্দেগ্যে ২৮ ডিসেম্বর রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠান ভারতের কলকাতায় হজরত গোলাম মোস্তফা পাবলিক স্কুল রিপন স্ট্রিট কলকাতায় অনুষ্ঠিত হয়। সংস্থার সম্পাদক সৈয়দ মিনহাজ হুসেইন আল-হুসেইনী জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিয়ার পার্সন বরো Vl ৬২ এর কাউন্সিলের ও উত্তর কলকাতার সংখ্যালঘু সেলের সভাপতি মহতরমা সানা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার শরীফের নায়াবে সাজ্জাদানাশিন পীরজাদা মৌলান আজাদ কলেজের আরবি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ মুস্তাফা মুর্শিদ জামাল শাহ্ আল কাদেরীর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ ফিরজ আলম।হিউম্যান রাইটস ন্যাশনাল সভাপতি জিতেন্দ্র পাল সিং এবং হিউম্যান রাইটসের পক্ষে থেকে উপস্থিত ছিলেন মহঃ রাইস খান,সেখ হাসান, রনজিত কর গুপ্তা, ডাঃ আলোক বিসপ,ড. তারসেম সিং। আলোর দিশার পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মহঃ জাহাঙ্গীর,কামরান হোসেন,মইন আক্তার, নুদরাত পারভিন,নাসিম সিদ্দিকী। সমাজ সেবি জামিয়াতুল হোসেন, লাকি আলী। উক্ত শিবিরে মহিলা,পুরুষ ও বাচ্চা সব মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং এক শতাধিক দুস্থ মানুষদের বিনামূল্যে চশমা পরিধান করা হয়। অনুষ্ঠানে আগত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।