
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম ব্যুরোচীফ
লোহাগাড়া সমিতি চট্টগ্রামের কার্য-নির্বাহী কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত চট্টগ্রাম-১৫ আসনের ধানের শীষের প্রার্থী ও লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক জননেতা নাজমুল মোস্তফা আমিন।
নাজমুল মোস্তফা আমিন বলেন, লোহাগাড়াকে আমি ভালোবাসি, ভালোবাসি এখানকার প্রতিটি মানুষকে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও ন্যায়বিচার-এই পাঁচটি বিষয়কে সামনে রেখেই আমার রাজনীতি। আমি এমপি নির্বাচিত হলে লোহাগাড়ার কোনো মানুষ অবহেলিত থাকবে না, কোনো তরুণ বেকার থাকবে না, কোনো মা-বোন নিরাপত্তাহীন থাকবে না। আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। লোহাগাড়াকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই।
লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, এস এম মকছুদুল হক চৌধুরী, ইস্কান্দর মির্জা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন উদ্দিন চৌধুরী সোহেল, শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক ফৌজুল কবির ফজলু, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালেহা বেগম,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এরফানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এম সোলাইমান কাসেমী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক এ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাবেক সহ সম্পাদক মাহমুদুল হক, মোরশেদ আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাঈদুল আলম সাঈদ,নেজাম উদ্দিন, সাহাব উদ্দিন ও জসিম উদ্দিন প্রমুখ।