
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বিএনপি,জাপা,ইসলামিক দল ও স্বতন্ত্র ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল হতে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা উৎসব মুখোর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন,জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা,সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন,বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র প্রার্থী মঈনুল ইসলাম খান,জাতীয় পার্টি’র এস.এম আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো.আবিদুর রহমান খান, ইসলামী আন্দোলন মোহাম্মদ.আলী, খেলাফত মজলিশ মো.সালাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো.আব্দুল হক মোল্লা।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সিংগাইর থানা পুলিশ সহযোগীতা করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ৩ জানুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।