
কলমেঃ জেসমিন আক্তার
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
আমার সোনার বাংলায়
অপরাধীর হয় না ফাঁসি।
এইতো সেদিনের হাদি ভাই
যে এখন আর পৃথিবীতে নাই
হাদি ভাই ছিলেন দেশের কৃতি সন্তান
অঝোড়ে হারালো তার মূল্যবান প্রান।
তার একটি হুংকারে ছিলো বিদ্রোহের শক্তি
দেশের প্রতি ছিল তার আপ্রাণ ভক্তি
তিনি ছিলেন কারো পিতা, স্বামী কারো সন্তান
ন্যায়ের পথে দেশকে আনতে চলে গেলো তার প্রাণ।