
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলের গুলশান কার্যালয়ে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী ও দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা মেজর (অবঃ) আব্দুল মান্নানের ছোট মেয়ে বিকল্পধারা বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাজরিনা মান্নান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার জন্য রাখা সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন তিনি।
উল্লেখ্য, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।