
স্টাফ রিপোর্টার:
আজ পহেলা জানুয়ারি—একদিকে নতুন বছরের সূচনা, অন্যদিকে মফস্বল সাংবাদিকতার এক নিরলস পথিকৃৎ, মানবিক মূল্যবোধে দীপ্ত এক সাহসী কলমযোদ্ধা এস এম সাইফুল ইসলাম কবির-এর শুভ জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম পরিবার। এস এম সাইফুল ইসলাম কবির কেবল একজন সাংবাদিক নন—তিনি মফস্বল জনপদের মানুষের কণ্ঠস্বর, অবহেলিত সমাজের প্রতিনিধি এবং সত্য ও ন্যায়ের প্রশ্নে আপসহীন এক দৃঢ় উচ্চারণ। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বারবার প্রমাণ করেছেন, সংবাদ কেবল তথ্য নয়—সংবাদ হলো দায়বদ্ধতা, মানবিকতা ও প্রতিবাদের ভাষা।
মফস্বল সাংবাদিকতার শক্ত ভিত্তি জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সংগঠনটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও প্রশিক্ষণের প্রশ্নে তিনি সবসময় ছিলেন সোচ্চার। মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করতে তাঁর নেতৃত্ব আজ অনুকরণীয়।
মানবিকতায় আলোকিত এক সাংবাদিক
প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় সংকট, দারিদ্র্য, শিশু ও নারীর অধিকার—এমন বহু ইস্যুতে তাঁর লেখনী ছিল বাস্তবভিত্তিক, সংবেদনশীল ও সাহসী। তিনি বিশ্বাস করেন, সাংবাদিকতার মূল শক্তি মানুষের পাশে দাঁড়ানো। সেই বিশ্বাস থেকেই তাঁর প্রতিটি লেখা হয়ে ওঠে সময়ের দলিল।
নেতৃত্বে প্রজ্ঞা, কর্মে নিষ্ঠা
সহকর্মীদের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম। তরুণ সাংবাদিকদের হাতে কলম তুলে দিতে, তাদের নৈতিক ও পেশাগতভাবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নেতৃত্বে তাঁর ধৈর্য, প্রজ্ঞা ও দূরদর্শিতা সংগঠনকে দিয়েছে স্থিতিশীলতা ও গতিশীলতা।
শুভ জন্মদিনের প্রার্থনা
এই গৌরবময় দিনে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জানানো হয় গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা প্রার্থনা করি—
তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন,
সত্য ও মানবিকতার পক্ষে তাঁর কলম যেন আরও শক্তিশালী হয়,
মফস্বল সাংবাদিকতার আলোকবর্তিকা হয়ে তিনি যেন আরও বহু বছর পথ দেখান।
শুভ জন্মদিন, এস এম সাইফুল ইসলাম কবির।
আপনার সংগ্রাম, সাহস ও মানবিকতা আমাদের প্রেরণা। —
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম পরিবার।