
কলমেঃ কাকলি রানী ঘোষ
Happy New Year Happy New Year, Happy New Year,
নতুন বছরের নতুন বরণে, মেতেছে সকলে,
সকল দুঃখ কষ্ট ভুলে নতুন পদক্ষেপে চলবো সকলে,
চলবো একসাথে কাঁধে কাঁধ মেলে পরিহার করি হিংসা বিদ্বেষ,
সকলের তরে সকলে যেন দি হাত বাড়িয়ে,
Happy New Year Happy New Year Happy New Year,
মধ্যরাতে বাজি ফুটিয়ে করছে আনন্দ উল্লাস,
নতুন বছরের আগমনে খুশি আজ সকলে,
পুরাতন বছরের শিক্ষা নিয়ে২০২৬ কে করছে বরণ,
নতুন করে আশার আলো জ্বালবো জীবনে,
কত সুখ করেছি যাপন ব্যথিত হয়েছি কত,
তবুও মনে জেগেছে আনন্দ নতুন বছর আগমনে।
Happy New Year Happy New Year Happy New Year,
ছাত্র জীবনের নতুন শুরু নতুন শ্রেণী পাঠে,
নতুন করে জাগবে তারা নতুন করে পথচলে,
বছরের শেষে পরীক্ষার শেষ নতুন করে শিক্ষার আলো জ্বালবে মনে।
বিদ্যালয়ে খুশির জোয়ার নতুন বই হাতে পেয়ে।
নতুন বছরে নতুন বইয়ের সুগন্ধে মন ভরে।
পড়ালেখা করি যেন নতুন বছরের পণ,
শিক্ষককে শ্রদ্ধা করে এগোবো শিক্ষার পথে,
Happy New Year Happy New Year Happy New Year,
ধর্মের পথকে বেছে নেব সকলে, অধর্ম কে করবো বিনাশ,
হিংসা-বিদ্বেষ ঝেড়ে ফেলে দিয়ে অহিংসাকে করবো মনন।
সকলেই আমরা মানুষ এ কথাটা যেন না ভুলি কখনো।
ধর্মের বেড়াজালে নিজেকে না করি নিঃশেষ।
Happy New Year মানে ছাত্র ছাত্রীর জীবনে,
নতুন করে শপথ নিয়ে নতুন পদক্ষেপ।