
কলমেঃ শিরিনা আক্তার
তোমার সাথে দেখা না হলে
ভালোবাসার দিগন্তটা হতো না ছোঁয়া,
তোমার নয়নে না চাইলে জ্বলে উঠতো না স্বপ্নের প্রদীপটা।
হয়তো-বা আগের জন্মে ছিলো কোন মনীষীর দোয়া !
চাঁদের হালকা কিরণে যদি আসতো সেই আলোর ছোঁয়া,
তোমার হাসির কোমলতায় ভাসতো আমার অন্ধকার ভেলা।
তার সাথে বয়ে যেত তোমার কথার সুরেলা মধুরতা,
যাতে বাঁচতো হৃদয় অক্ষুন্ন অমলিন রহস্যময় জীবন খেলা!
তুমি হলে জীবনের অচেনা পথে জ্বলা সেই প্রদীপ,
যা মুছে দেয় রাতের ভয় আর নিঃসঙ্গতার ভীতি!
তুমি না থাকলে নীরব হতো হয়তো শৈশবের গান,
থেমে যেত মনে জাগা ভোর, হারাতো জীবনের অমৃত গীতি!
তোমার স্পর্শে না পেলো ফুটতো না বনে বসন্তের শিমুল কৃষ্ণ চূড়া,
জাগতো না হৃদয়ে সোনালি স্বপ্ন,
সব ষোড়শী থেকে যেতো অনূঢ়া!
তুমি ছাড়া প্রতিটি দিন হতো কেবল নিঃশব্দ আশা হত হাহাকার,
নিভে যেত নক্ষত্রের মতো হৃদয়ের ভাষা।
তুমি আমার না হলে শূন্য হতো আকাশ,
নীরব হতো নদী, থেমে যেত প্রতিটি এ হতভাগ্যের সব আশা!
কিন্তু তুমি ছিলে—তাই গড়েছি স্বপ্নের শহর,
যেখানে গানে ভাসে প্রেমের চিরন্তন ডোর।
তুমি দিলে জীবনে অর্থ, ভাষা পেল রূপ,
আর তোমার স্পর্শে আমি কাটাই সুখে, নিশি শেষে রক্তিম আকাশে, সূর্য আনে ভোর!