
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমি প্রশান্ত মহাসাগরের ফায়ার জোনে থাকি
আচমকা ভুমিকম্পে কেঁপে ওঠে ম-ম হৃদয়, বুঁজে আসে আঁখি,
মনের চিন্তাগুলো শুকনা পাতার মত নিচে ঝরে পড়ে
আমি ভেসে যাচ্ছি উর্মিমালা প্রবাহিণীর প্রবল তোড়ে !
অকর্ষিত চৈত্র ফাটা হৃদয় খানি, তুমি আমার সাহারা হৃদয়ের ক্যাকটাস
তুমি নীল নদের যাদুকরী প্রেমময়ী আঁকড়ে ধরা, অক্টোপাস!
অনাদিকাল তোমাকে প্রতিবিম্ব ভেবে মোহাচ্ছন্নতায় পুষে রেখেছি
হৃদয় অলিন্দের প্রতি রক্তপ্রবাহে তোমায় এঁকেছি !
দিগন্তের বিশাল চৌহদ্দিতে হেমন্তের কুহেলিকা আচ্ছন্ন রাতে
তুমি নেই তবু বসবাস করি দীর্ঘ নিশিতে তোমার সাথে !
তোমাকে যে একবার বেসেছে ভালো সেকি ভুলতে পারে
সে যতই পাঁজি দুষ্ট লাফাঙ্গা হোকনা, কে ভুলতে পারে তারে?