
লেখক: সাবিত রিজওয়ান
আলহামদুলিল্লাহ।
১ জানুয়ারি ২০২৬ থেকে দৈনিক জনকামনা যাত্রা শুরু করেছে। এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, আবার একার চেষ্টাও নয়। দীর্ঘদিনের ভাবনা, আলোচনা আর কয়েকজন মানুষের আন্তরিক সহযোগিতার ফলেই এই জায়গায় আসা।
এই যাত্রায় সাংবাদিক ছানু ভাইয়ের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর অভিজ্ঞতা, কথা এবং সমর্থন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাশাপাশি কিছু মানুষ ছিলেন, যাঁরা কোনো আনুষ্ঠানিকতায় না গিয়ে একেবারে নিজের জায়গা থেকেই পাশে দাঁড়িয়েছেন।
মাইদুলের কথা আলাদা করে বলতে হয়। আমাদের সম্পর্ক তুই-মুইয়ের, হিসাবের নয়। শুরু থেকেই সে পাশে ছিল। কখনো পরামর্শ দিয়ে, কখনো সাহস দিয়ে, কখনো সরাসরি কাজে নেমে। এমন বন্ধু জীবনে থাকলে অনেক কঠিন সিদ্ধান্তও সহজ হয়ে যায়। শাহজালালও একইভাবে পাশে থেকেছে। চিন্তা, আলোচনা, বাস্তব সহযোগিতা সবকিছুতেই তার ভূমিকা আছে।
লোগো নির্মাণে সহযোগিতা করেছে বন্ধু নাইম। আর কানন প্রায়ই আমাদের বাড়িতে আসে। চা খেতে খেতে কথা হয়, তর্ক হয়, নতুন ভাবনা আসে। এই ছোট ছোট আড্ডাগুলোই আসলে জনকামনার ভিত গড়েছে।
জনকামনাকে ঘিরে অনেকেই লিখেছেন, মত দিয়েছেন, সমালোচনা করেছেন। কেউ সমর্থন করেছেন, কেউ প্রশ্ন তুলেছেন। আমি মনে করি, এটাই সুস্থতা। কারণ জনকামনা শুধু একটি সংবাদমাধ্যম হতে চায় না, এটি হতে চায় ভাবনার জায়গা, কথার জায়গা, প্রশ্ন তোলার জায়গা।
আমাদের উদ্দেশ্য স্পষ্ট। উত্তরবঙ্গ থেকে দেশের চিত্র তুলে ধরা। যে উত্তরবঙ্গকে প্রায়ই অবহেলার চোখে দেখা হয়, সেই অঞ্চলের মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা তুলে ধরা আমাদের দায়িত্ব। জনকামনার কার্যালয় মিঠাপুকুর, রংপুরে হলেও আমাদের দৃষ্টি সারা দেশের দিকে।
এই যাত্রা সহজ হবে না, সেটাও আমরা জানি। চাপ থাকবে, সমালোচনা থাকবে, ভুলও হতে পারে। তবু চেষ্টা থাকবে দায়বদ্ধ থাকার, সত্যের কাছাকাছি থাকার এবং মানুষের কথা বলার সাহস না হারানোর।
সবার প্রতি কৃতজ্ঞতা।
দোয়া ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।