
কলমেঃ শিরিনা আক্তার
ভালোবাসা তুমি আমার প্রিয় স্বদেশ
ভালোবাসা তুমি স্বাধীন বাংলাদেশ।
ভালোবাসা তুমি সন্ধ্যা জ্বালানো প্রদীপ
ভালোবাসা তুমি বাংলার বদ্বীপ।
ভালোবাসা তুমি মুক্ত মনের আকাশ
ভালোবাসা তুমি সিক্ত প্রানের বাতাস।
ভালোবাসা তুমি বিকেলের রোদ্দুর
ভালোবাসা তুমি অজানা সমুদ্দুর।
ভালোবাসা তোমার আকাশ নীল
ভালোবাসা তোমার নাইকো মনের খীল।
ভালোবাসা তুমি কিশোরীর কম্পন
ভালোবাসা তুমি তরুণের স্বপন।
ভালোবাসা তুমি তরুণীর লেনাদেনা
ভালোবাসা তুমি গন্ধ হাসনাহেনা।
ভালোবাসা তুমি নওকো সরলরেখা
ভালোবাসা তোমার গতি আঁকা বাঁকা।
ভালোবাসা তুমি হাজারো ছলাকলা
ভালোবাসা তুমি অনেক কথা না বলা।
ভালোবাসা তুমি কিশোরের দৌড়ে বেড়ানো মাঠ
ভালোবাসা তুমি শান বাঁধানো ঘাট।
ভালোবাসা তুমি আশাহত প্রাণ
ভালোবাসা তুমি বেদনার গান।
ভালোবাসা তুমি হারানো প্রিয়ার মুখ
ভালোবাসা তুমি দুঃখীনি মায়ের বুক।
ভালোবাসা তুমি শীতে কাঁপানো রাত
ভালোবাসা তুমি বর্ষীয়ানের রোদে বাড়ানো হাত।
ভালোবাসা তুমি হরিণীর বিচরণ
ভালোবাসা তুমি মরুভূমির চারন।
ভালোবাসা তুমি চারিদিকে জ্বালাও আলো
ভালোবাসা তুমি সত্যি ই অনেক ভালো।
ভালোবাসা তোমায় হয়নি এখনো চেনা
ভালোবাসা তোমায় যাবে না কখনো কেনা।
ভালোবাসা তোমার বানী সুমধুর
ভালোবাসা তোমার বিস্তৃতি কতদূর?