
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
কুয়াশাচ্ছন্ন রূপসী শীত ঋতুর ‘জাড়’ এসেছে ধেয়ে
কখনো অরুণ আকাশে উঁকি দেয় কখনো মেঘে যায় ছেয়ে!
শিশির আর তুষার পাতে হিমের আগমন,
আকাশে-বাতাসে হলো জানাজানি
ম-ম ছাদ বাগানে বোলতা মৌমাছি করে কানাকানি ।
ফুটেছে গোলাপ ডালিয়া কসমস গোলাপ সূর্যমুখী
রোদে পিঠ ঠেকিয়া কবিতা লিখি, আমি বড্ড সুখী !
রাতভর অচেনা বাবুই চড়াই কবুতরের শীৎকার শুনি
তবু ও আমার দুঃখের একাকিত্ব নিশি কাটে অনিদ্রায় ঘন্টা মিনিট গুনি!
আগ্রাসী বিশ্বে হতবাক ঘৃণার কৃপাণ উদ্ভাসিত কবি-র কলম
কেঁড়ে নিয়ে মাতৃভূমি, নির্লজ্জ পিঠে ঘষে মলম!
শঙ্কিত নিজেদের অন্তঃশত্রু মাতৃভূমির সাথে কুৎসিত নগ্নতায়
স্বর্ণাভ সভ্যতার যুগে অশ্লীল শৃঙ্গারে নিজস্বার্থ হাতরায়!
কাপে ম-ম আত্মার প্রমত্ত নেশা রাজনীতির জলন্ত কাবাবে
কবি লেখক অভিনেতা শিল্পী নিশ্চুপ কানাকড়ি সাহসের অভাবে!