
খুলনা অফিস:
খুলনা মিউজিক ক্লাবের উদ্যোগে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। খুলনা আমির খসরু বিদ্যাপীঠের প্রাঙ্গনে আয়োজিত এই বনভোজনে ক্লাবের শিক্ষার্থী, অভিভাবক, সদস্য, শুভানুধ্যায়ী ও বিভিন্ন পেশার গুণীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সুরকার ও সঙ্গীতশিল্পী রামপ্রসাদ রায় দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একজন নিবেদিতপ্রাণ সংগঠক। সংগঠনের প্রতি তাঁর নিরলস শ্রম ও সাংস্কৃতিক চর্চার প্রতি গভীর ভালোবাসার অংশ হিসেবেই প্রতি বছরের শুরুতে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে এমন আয়োজন করে থাকে খুলনা মিউজিক ক্লাব। সেই ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই বনভোজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার গুণীজন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশের বিশিষ্ট জাদুশিল্পী ব্রাইট স্টার এন সাইমন। খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, চিত্রশিল্পী মিলন বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত থেকে জাদুশিল্পী এন সাইমনকে যাদু পরিবেশনার জন্য উৎসাহিত করেন। তাঁর মনোমুগ্ধকর যাদু প্রদর্শনী উপস্থিত সবার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। পারস্পরিক সাক্ষাৎ, সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও আনন্দঘন পরিবেশে দুপুরের সময়টুকু আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষপর্বে স্মৃতির অংশ হিসেবে অতিথিদের একত্রিত করে ছবি ধারণের উদ্যোগ নেওয়া হয়। সময়ের ব্যবধানে অনেকেই চলে যাওয়ায় সবাইকে একসঙ্গে ক্যামেরাবন্দি করা সম্ভব না হলেও, উপস্থিত অতিথিদের নিয়ে দিনটির স্মরণীয় মুহূর্ত সংরক্ষণ করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।
এই বনভোজনে কবি, লেখক, চিকিৎসক, সুরকার, গীতিকার, আইনজীবী ও সমাজসেবকসহ নানা পেশার গুণীজনদের উপস্থিতি মিলনমেলাকে আরও সমৃদ্ধ করে তোলে। সবাই তৃপ্তিসহকারে ভোজন উপভোগ করলেও, কয়েক ঘণ্টার মধ্যেই আয়োজনের পরিসমাপ্তি ঘটবে—এই অনুভূতি চিত্রশিল্পী মিলন বিশ্বাসের মনে এক ভিন্ন আবেগের জন্ম দেয়। তিনি বলেন, ডিজিটাল যুগে এমন আনন্দঘন মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখার গুরুত্ব থেকেই নিজ উদ্যোগে ছবি তোলার পরিবেশ তৈরি করেন। তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ চিত্রশিল্পী। সব সময় সবার প্রয়োজন হয় না, তবে মাঝেমধ্যে প্রয়োজন হতে পারে—এই বিশ্বাস থেকেই আমি নিজের পেশার সঙ্গে যুক্ত। নিজের পেশার প্রতি যেমন শ্রদ্ধাশীল, তেমনি অন্য সব পেশার প্রতিও আমি সম্মান রাখি। এই আয়োজনে অংশ নিতে পারাকে আমি সৌভাগ্য হিসেবে দেখি।”
সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক বাবু রামপ্রসাদ রায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় খুলনা মিউজিক ক্লাবের এই বার্ষিক বনভোজন স্মৃতির পাতায় একটি চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।