
খুলনা অফিস:
খুলনা কবি-সাহিত্যিক ফোরামের উদ্যোগে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে নতুন জেলা প্রশাসক জনাব আ. স. ম. জামসেদ খোন্দকার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কবি নাসির আহমেদ তাঁর সম্পাদনায় প্রকাশিত ‘খুলনার কবি-সাহিত্যিকদের জীবনালেখ্য’ গ্রন্থ জেলা প্রশাসকের হাতে তুলে দেন। গ্রন্থটিতে খুলনার ৩১৭ জন কবির জীবনী কবি-সাহিত্যিকদের জীবন ও সাহিত্যচর্চার ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ, আহ্বায়ক কমিটির উপদেষ্টা, লেখক ও সাংবাদিক আবু আসলাম বাবু, খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর সভাপতি কবি মোঃ জিনারুল ইসলাম, সাহিত্য সংসদ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক কবি মনিরুজ্জাম মোড়ল, কবি সংসদ-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবি এজি রানা, কবি ও গবেষক নাসির আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন খুসাস-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসারি জাহান মঞ্জু এবং ঐতিহ্য সংগ্রাহক ম. ম. হাসান। সবাই জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাতের সময় জেলা প্রশাসক খুলনার কবি-সাহিত্যিকদের বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি খুলনার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে। এছাড়া উপস্থিতদের প্রতি তিনি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন। খুলনার কবি-সাহিত্যিক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানানো হয়।