
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় সাবেক সিলেট বিভাগের শ্রেষ্ট শিক্ষক ধর্মপাশা ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান কবীর এর অবসর কালীন বিদায়ি সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। ১০ জানুয়ারী রোজ শনিবার বেলা ১২ ঘটিকায় প্রাথমিক বিদ্যালয়ের উক্ত সংবর্ধনা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপাশা ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবশ্রী সিনহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক ও ধর্মপাশা ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিধায়ী প্রধান শিক্ষক মো : শাহজাহান কবীর। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিউজ্জামান বারিন, বিশেষ অতিথি উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন,
বিশেষ অতিথি উপজেলা শিক্ষা রিসোর্স সেন্টার এর প্রশিক্ষক আশরাফুল আলম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমিন, নোয়াবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, খয়ের দির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুল আক্তার চৌধুরী, প্রধান শিক্ষিকা তাসলিমা আক্তার, প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার, প্রধান শিক্ষক শ্রীবাস দেবনাথ,উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আলমগীর কবির, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর মজুমদার, প্রধান শিক্ষক নুরুজ্জামান,প্রধান শিক্ষক বিভূতি রঞ্জন তালুকদার অবসরপ্রাপ্ত, প্রধান শিক্ষক মোমেন আহমেদ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন , সোহান আহমেদ, ফাতাহ, সঞ্চিতা রানী, মিনতি রানী, ঝুমা চৌধুরী, উপস্থিত ছিলেন । শিক্ষক আনিসুল হক সহ ছাত্র/ছাত্রী ও অভিভাবক বৃন্দ। অভিবাবক মোঃ ইউনুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক লিয়াকত আলি, ধর্মপাশা সদ বিএনপির আহবাযক অন্যতম সদস্য বজলু মিয়া, ফিউচার লিডার কিন্ডার গার্ডেন এর শিক্ষক মাসুম আহম,
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী ছাত্র সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যয়নরত ছাত্র তাঞ্জিরুল হক রূপক স্বাগতিক বক্তব্য রাখেন, শিক্ষার্থী ইকবাল হোসেন স্মৃতিচারণ করেন। এরপরে বিদায়ী শিক্ষককে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।