
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
হাজার শতাব্দীতে চেঙ্গিস খান বিশ্বের এক চতুর্থ অংশ লোক হত্যা করেছিলেন সম্পদের নেশায় এবং দেশের পর দেশ দখল করেছিলেন! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক একই ভাবে তার পূর্বপুরুষদের ধারাবাহিকতায় বিশ্ব টাকে বসবাসের অনুপযোগী করে ফেলেছেন!
আমেরিকা মানবতা মনুষ্যত্ব গনতন্ত্রের তোয়াক্কা না করে একসময় ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটা দেশ আক্রমণ করে তাদের শাসক কে ধরে এনেছিলো! পানামা, হন্ডুরাস, সদ্য ভেনিজুয়েলা, তার আগে মধ্য প্রাচ্যের ইরাক লিবিয়া সিরিয়া আফগানিস্তান, সরকার পতনের খেলা এবং কোন দেশে জাতীয়তাবাদী গনতান্ত্রিক নেতা হত্যা তাদের মজ্জা গত নীতি!
১৯৭৩ সালে চিলির আলেন্দে, বাংলাদেশের শেখ মুজিব সহ অনেক জনগন নন্দিত নেতা!
কয়েক বছরের ভিতর ডলার ঢেলে ক্ষমতা থেকে নামানো হয়েছে পাকিস্তানের ইমরান খান, শ্রীলঙ্কার রাজাকাপষ, সিরিয়ার বাশার আল আসাদ, বাংলাদেশের হাসিনা! সমস্ত দেশগুলোর অবস্থা নাজুক হয়েছে মার্কিন নাকগলানোতে!
প্রিয় পাঠক, ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ হয়েছে আবার ডলার ঢেলে বেঈমান কিছু জনগনকে রোডে নামানো হয়েছে! প্রায় ৫৭ টা মুসলিম দেশ আছে বিশ্বে, কিছু দেশ চার বিবি নিয়ে ঘুমানো, আর দক্ষিণ এশিয়ার মুসলিম দেশগুলো বিজ্ঞান ই পড়ে না। শুধু মাত্র ইরান একমাত্র দেশ যারা জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ এবং অস্ত্রের উত্তর অস্ত্রে দিতে পারে, মার্কিন ও তার তাবেদার ইসরায়েল চায় ইরান কে স্তব্ধ করে দিতে!সেজন্য গত পরশু রাতে মার্কিন আক্রমণ সামলাতে হলো ইরান কে, ঘরের বেঈমান রা তো আছেই!
স্মর্তব্য, ইরানের সাথে রাশিয়া চীন এ্যালায়েন্স করেছে, অন্য দিকে ভেনিজুয়েলায় চীনের শত বিলিয়ন এবং রাশিয়ার শত বিলিয়ন লোন দেয়া আছে তাদের তেল উত্তোলনে সাহায্য করতে।
তেল রপ্তানি ভেনিজুয়েলার মার্কিন নিষেধাজ্ঞা দীর্ঘ দিনের!
এই মুহূর্তে আটলান্টিক মহাসাগরে রুশ যুদ্ধ জাহাজ এবং পরমাণু সাবমেরিন মার্কিন যুদ্ধ জাহাজের মুখোমুখি! অন্য দিকে B R I C S এ্যালাইন্স, ব্রাজিল কলম্বিয়া ভারত চীন সহ ল্যাটিন আমেরিকার দেশগুলোর ১৬ টা যুদ্ধ জাহাজ আটলান্টিকে ভেনিজুয়েলার মাদুরে কে ছেড়ে দেয়ার দাবীতে টহল দিচ্ছে। রাশিয়া তার দুই সামুদ্রিক দানব আটলান্টিকের গভীর জলে ভেসে উঠছে! আমেরিকা ইরানের সীমান্তে কাতার কুয়েত থেকে যুদ্ধ বিমান মুভ করে জড়ো করছে! বাংলাদেশ সিরিয়া নামক দেশ দু’টো অনেক আগেই মার্কিন করতলে বলে বিশ্বের সবাই ধারনা করে আসছে!
মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন স্যার ডোনাল্ড ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের সমালোচনা করেছেন কঠোর ভাবে!
তৃতীয় বিশ্বযুদ্ধের কত দেরি যদি প্রশ্ন করেন, তা হলে বলবো, মাত্র একটা গুলি ভুলেও যদি বেরিয়ে যায় কোন পক্ষের তা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে! ডোনাল্ড ট্রাম্প কলোম্বীয়ার পেট্রো কে ধরে আনার কথা বলেছেন, মেক্সিকো কে হুমকি দিয়েছেন, ডেনমার্ক কে আন্টারটিকা ছেড়ে যেতে বলেছেন! যেন সারা বিশ্ব কে একটা
WAR FIELD করে ফেলেছেন!
অতএব তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোন সময়, যেকোন সেকেন্ডে।