
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত (৮০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার সাহরাইল-মানিকনগর সড়কের জার্মিত্তা ইউনিয়নের চন্দননগর (শ্যামনগর) ব্রীজের নিচে কচুরিপানার ভিতর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, বেশকিছু দিন যাবৎ অজ্ঞাত ব্যক্তি পাগল ভেসে সাহরাইল-মানিকনগর সড়কের শ্যামনগর ব্রীজ এলাকায় ঘুরাঘুরি করছিলো। এরই মধ্যে লোকজনের অজান্তে ব্রীজের নিচে পানিতে গোসল করতে যায়। পরে পানি ঠান্ডা থাকায় বয়সের ভারে ওঠতে না পেরে তার মৃত্যু হয়। এলাকাবাসী মঙ্গলবার সকালে কচুরিপানার ভিতরে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধারপূর্বক আইনগত বিষয় প্রক্রিয়াধীন।