
কলমেঃ আরিয়ান আহমেদ
বহু কষ্ট নিয়ে তোমার চোখের সামনে থেকে সরেছি ,
এ কষ্টে ঢেকে রাখেছি ,
তবুও মনে রেখো,
খুশি ছেড়ে যায় না কেউ দুঃখের ঠিকানায়।
সুখের বাঁধন ছিঁড়ে,
আমি আজ শুধু সরে গেছি আমাদের ভালোর জন্য কোনদিন যদি আবার হয় কথা হয়তো বা না,
তবু ভালোবাসা রয়েছে তোমার জন্য আমার এই ভাঙা হৃদয়ে আজীবন অমলিন।
“বিদায়ের কষ্ট চোখে মিশে আছে ঢাকা,
তবু মনে রেখো, সুখ যায় না কেউ ফিরে।
ভালোবাসার সুতো ছিঁড়ে গেল বাঁধন থেকে,
তবু তার রেশ রইলো অন্তরে অমর তীরে।
এই ভাঙা হদয়ের নিভৃত কক্ষে আজও,
জ্বলে তোমার নামে এক নিষ্কলুষ প্রদীপ শুধু।”